Milyin Featured 10

আলোকিত বাংলার কবিতা

Home > Creations > আলোকিত বাংলার কবিতা

Fan boyLast Seen: Sep 3, 2023 @ 6:15am 6SepUTC
Fan boy
@Fan-boy

ঝড়ের মৃদুল মন্দ বাতাসের মুখে,

বাংলার আলিঙ্গনে, নদী আর স্বপ্ন মিলে।

আমের ফুল নাচে সোনালী সূর্যের আলোর তলে,

ভালোবাসার এবং জীবনের গল্প একটি অমর থিমে।

সমুদ্র সবুজে মন্দ সংগীত গায়,

প্রাচীন বাঁশের করোলে পুরাতন গল্প রয়ে।

বাংলার হৃদয়ে, যেখানে সংস্কৃতি পায় স্বরূপ,

কবিতা সৃষ্টি করে নতুন আদরে।

ধানের খেতে থেকে বাজারের গলি,

বাংলার আত্মা তারার নীচে আলোকিত হয় নাকি।

প্রতিটি ধাপে, প্রতি গানে কবিতা বহে,

এই দেশে, যেখানে ঐতিহ্য এবং আধুনিকতা একে মিশে।

তাই আপনার হৃদয়কে বাংলার কবিতার কৌশলে আনুন,

যেখানে ভাবনা ছড়ায় এবং স্বপ্ন প্রকাশ করে।

বাঙালি ভাষায় ছড়িয়ে দিন আর রাত,

একটি কবিতাময় সিম্ফোনি, যেখানে জীবন ও ভালোবাসা মেলে।

Fan boyLast Seen: Sep 3, 2023 @ 6:15am 6SepUTC

Fan boy

@Fan-boy





Published: | Last Updated: | Views: 4

You may also like

Leave a Reply