Creation 774481

    0
    0
    0
    0
    0 Likes | 1 Views | Apr 14, 2025

    লক ডাউন

    -----ভূতগ্রস্তের মত দাঁড়িয়ে পড়েছে গোটা শহর,

    দিনের আলো ক্রমশঃ কমে আসছে,

    ঝাঁকড়া মাকড়া গাছগুলোর মাথায় ঝুপঝাপ নেমে আসার অপেক্ষায় অন্ধকার।

    কাক ডাকছে অবিশ্রান্ত।

    ভেঙে যাচ্ছে মাথার ভেতর নোট ডাউন করে রাখা সিঁড়িভাঙা দিনলিপি।

    সভ্যসমাজে এভাবেও দিন কাটে, জানা ছিল না।

    মাথার পেশী গুলো ল্যদ খেয়ে আছে।

    শরীর পোড়াতে পারছে না অপ্রয়োজনীয় গ্লুকোজ।

    স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে ভাবনা চিন্তা।

    আগুনে হাত সেঁকার আয়োজন আছে।

    কিন্তু আগুন জ্বলছে না কোথাও।

    ---------